মস্কো ন্যাটো-রাশিয়া পরিষদে ফিরে আসবে: ন্যাটো মহাসচিবের প্রত্যাশা
2021-12-02 14:15:41

ডিসেম্বর ২: গতকাল (বুধবার) ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ লাতভিয়ার রাজধানীতে এই মর্মে আশা প্রকাশ করেন যে, মস্কো আলোচনার মাধ্যমে রাশিয়া-ন্যাটো পরিষদে ফিরে আসবে।

এ দিন ন্যাটোর সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনশেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ইউক্রেনের সীমান্তে রুশ বাহিনীর তত্পরতা উদ্বেগজনক। রাশিয়া ইউক্রেনে আবার সশস্ত্র অভিযান চালালে, মস্কো গুরুতর অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞার সম্মুখীন হবে।

তিনি আরও বলেন, ইউক্রেনকে সংস্কার, দুর্নীতিদমনসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ন্যাটোয় যোগ দেওয়ার উপযুক্ত হতে সাহায্য করা হচ্ছে। এ ছাড়া, প্রশিক্ষণ, সরঞ্জাম ও তথ্য সরবরাহের মাধ্যমে ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থাকে উন্নত হতেও সাহায্য করছে ন্যাটো। (প্রেমা/আলিম/শুয়েই)