শুক্রবার চীন-লাওস রেলপথের উদ্বোধন
2021-12-02 15:30:54

শুক্রবার চীন-লাওস রেলপথের উদ্বোধন_fororder_b3b7d0a20cf431ad216d10e8ebb42ea62fdd9834

ডিসেম্বর ২: পাঁচ বছরের নির্মাণকাজশেষে আগামীকাল (শুক্রবার) চীন-লাওস রেলপথের উদ্বোধন হতে যাচ্ছে। রেলপথটি চীনের ইউননান প্রদেশের খুনমিং থেকে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন পর্যন্ত বিস্তৃত। এটি হলো ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের আওতায় দু’দেশের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প।  

শুক্রবার চীন-লাওস রেলপথের উদ্বোধন_fororder_微信图片_20211202152956

২০২০ সালের প্রথম দিকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ে লাওসের তত্কালীন প্রধানমন্ত্রী থংলাউন সিসুলিথের সঙ্গে সাক্ষাতে বলেছিলেন, চীন ও লাওস পরস্পরের ঘনিষ্ঠ প্রতিবেশী, বন্ধু, কমরেড, ও অংশীদার। সেটি ছিল কোভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়ার পর দু’দেশের নেতাদের প্রথম বৈঠক। দু’নেতা চীন-লাওস রেলপথসহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।

শুক্রবার চীন-লাওস রেলপথের উদ্বোধন_fororder_6a63f6246b600c33fa5343a8b8ced306d9f9a130

আগামীকাল চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আর লাওসের গণবিপ্লবী পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সেদেশের প্রেসিডেন্ট থংলাইন অনলাইনে বৈঠক করবেন এবং রেলপথ উদ্বোধন প্রত্যক্ষ করবেন। এ সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বলেন, চলতি বছর হলো দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। দু’দেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ পর্যায়ে উঠে গেছে। চীন-লাওস রেলপথ হলো দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি যুগান্তকারী ঘটনা।

শুক্রবার চীন-লাওস রেলপথের উদ্বোধন_fororder_d8f9d72a6059252d72f0a0de9519813259b5b995

উল্লেখ্য, চীন-লাওস রেলপথ মূলত চীনের বিনিয়োগে নির্মিত।  এর দৈর্ঘ্য ১০৩৫ কিলোমিটার এবং এতে ঘন্টায় ১৬০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)