মার্কিন সামরিক পক্ষের প্রতিবেদন চীনকে প্রতিরোধের ইচ্ছা প্রকাশ করেছে: চীনা মুখপাত্র
2021-12-01 11:09:34

ডিসেম্বর ১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন গতকাল (মঙ্গলবার) জানান যে, মার্কিন সেনাবাহিনীর প্রাসঙ্গিক প্রতিবেদনটি এর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামরিকীকরণের সত্যিকার অভিপ্রায় এবং চীনকে দমন করার ইচ্ছা প্রকাশ করেছে। তথাকথিত ‘চীনা হুমকিকে’ সামরিক ব্যয় বৃদ্ধি পাওয়া, সামরিক শক্তি সম্প্রসারণ করা এবং সামরিক আধিপত্য রক্ষার অজুহাত হিসেবে নির্ধারণের দৃঢ় বিরোধিতা করে চীন। কাল্পনিক শত্রু হিসেবে স্নায়ুযুদ্ধের মানসিকতা ত্যাগ করা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় ক্ষতিকর কথা ও কাজ বন্ধ করা উচিত্ যুক্তরাষ্ট্রের।

 

নিজ সার্বভৌমত্ব, নিরাপত্তা, উন্নয়নের স্বার্থ রক্ষা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য সম্পূর্ণরূপে চীনের জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বিকাশ করা প্রয়োজন।

 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পেন্টাগন সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানিয়েছে যে, চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র গুয়াম ও অস্ট্রেলিয়ার সামরিক ঘাঁটি সম্প্রসারণ করার পরিকল্পনা করছে।

(লিলি/তৌহিদ/শুয়েই)