‘ফিলিস্তিন সমস্যার সমাধানে আন্তর্জাতিক সমাজের সাথে যৌথ প্রচেষ্টা চালাতে ইচ্ছুক চীন’
2021-12-01 19:05:28

‘ফিলিস্তিন সমস্যার সমাধানে আন্তর্জাতিক সমাজের সাথে যৌথ প্রচেষ্টা চালাতে ইচ্ছুক চীন’_fororder_1201-1

ডিসেম্বর ১: চীন ফিলিস্তিনিদের আন্তরিক বন্ধু ও ফিলিস্তিন-ইসরাইল শান্তি প্রক্রিয়ার দৃঢ় সমর্থক। আন্তর্জাতিক সমাজের সাথে যৌথভাবে ফিলিস্তিন সমস্যা সমাধান করতে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে নিজের অবদান রাখতে ইচ্ছুক চীন। গতকাল (সোমবার) নিরাপত্তা পরিষদের মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিনবিষয়ক এক সভায় এ কথা বলেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চাং চিউন।

তিনি বলেন, সম্প্রতি জর্দান নদীর পশ্চিম তীরে ইসরাইলের ৩ সহস্রাধিক ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করেছে চীন। জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী, সংশ্লিষ্ট নির্মাণকাজ স্থগিত রাখার আহ্বান জানায় বেইজিং।

তিনি আরও বলেন, দখলকৃত ফিলিস্তিন এলাকায় অর্থনৈতিক ও মানবিক অবস্থা উদ্বেগজনক। আন্তর্জাতিক সমাজের উচিত বিভিন্ন পদ্ধতিতে ফিলিস্তিনে মহামারী-প্রতিরোধক সামগ্রী পাঠানো এবং ফিলিস্তিনিদের পর্যাপ্ত মানবিক ও উন্নয়নসহায়তা দেওয়া।  (ইয়াং/আলিম/ছাই)