চীন বিভিন্ন পক্ষের সঙ্গে মহামারী ইস্যুতে যোগাযোগ ও সমন্বয় রাখতে চায়: চীনা মুখপাত্র
2021-12-01 10:29:58

ডিসেম্বর ১: চীন মহামারী চুক্তির বিষয়ে সব পক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে আগ্রহী। গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেছেন।

তিনি বলেন, সংশ্লিষ্ট প্রক্রিয়া জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাঠামোতে চালানো হবে বলে আশা করা হচ্ছে, যাতে সদস্য রাষ্ট্রগুলোর ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা যায়। তা ছাড়া, রাজনীতিকরণ ও কলঙ্ক এড়াতে হবে।

 

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক সম্মেলন আয়োজন করবে, আরও ভালোভাবে মহামারী প্রতিরোধের জন্য একটি সিদ্ধান্ত পাস করা হবে। এ প্রসঙ্গে মুখপাত্র বলেন, চীন বরাবরই মহামারীর প্রতিরোধ ও মোকাবিলার সর্বাত্মক চেষ্টা চালিয়ে আসছে। বৈশ্বিক ঐক্য জোরদার করা এবং ভবিষ্যতে সম্ভাব্য মহামারী মোকাবিলার যে কোনো প্রচেষ্টা ও ব্যবস্থা সম্পর্কে উদার দৃষ্টিভঙ্গি পোষণ করে চীন।

(লিলি/তৌহিদ/শুয়েই)