বিশ্বজুড়ে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন মহামারী মোকাবিলার একমাত্র পদ্ধতি: জাতিসংঘ মহাসচিব
2021-12-01 19:26:26

ডিসেম্বর ১: গোটা বিশ্বের সকল দেশে টিকাদান কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমেই কেবল চলমান কোভিড মহামারী মোকাবিলা করা সম্ভব। এটাই এক্ষেত্রে একমাত্র পদ্ধতি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস গতকাল (মঙ্গলবার) এক আন্তর্জাতিক সম্মেলনে এ মন্তব্য করেন।

মহাসচিব বলেন, চলতি বছর কোভিড-১৯ মহামারীতে মৃতের  সংখ্যা ২০২০ সালের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। এ অবস্থায় বিশ্বজুড়ে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন জরুরি।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র উদ্যোগে বিশ্বজুড়ে টিকাদান কর্মসূচিকে সমর্থন করে জাতিসংঘ। এক্ষেত্রে চলতি বছরে হু’র লক্ষ্য হলো গোটা বিশ্বের ৪০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা। আর ২০২২ সালের মাঝামাঝি সময় পর্যন্ত বিশ্বের ৭০ শতাংশ মানুষ টিকার আওতায় আসবে। সকল পক্ষকে এ কর্মসূচি বাস্তবায়নে সাহায্য করতে হবে।

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, চলতি বছর বিশ্বের অর্থনীতি ৫.৯ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। কিন্তু, বিভিন্ন দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের গতিপ্রকৃতির মধ্যে সুস্পষ্ট পার্থক্য থাকবে। তিনি মহামারী প্রতিরোধের ক্ষেত্রে বহুপক্ষবাদ ও জাতিসংঘের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)