জাপানের সাবেক প্রধানমন্ত্রী তাইওয়ান ইস্যুতে নির্লজ্জ ও স্বেচ্ছেচারী মন্তব্য করেছেন: চীনা মুখপাত্র
2021-12-01 18:57:30

 

ডিসেম্বর ১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে সম্প্রতি তাইওয়ান ইস্যুতে চীনের বিরুদ্ধে নির্লজ্জ ও স্বেচ্ছাচারী মন্তব্য করেছেন, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

মুখপাত্র বলেন, শিনজো আবে আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম এবং ‘চীন-জাপান চারটি রাজনৈতিক দলিল’ উপেক্ষা করেছেন। চীন এর তীব্র বিরোধিতা করে এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইতোমধ্যেই এর নিন্দা জানিয়েছে।

মুখপাত্র আরও বলেন, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ।  এ ইস্যুতে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ চীন বরদাশত করবে না।

উল্লেখ্য, সম্প্রতি জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে, তাইওয়ানের তথাকথিত ‘ন্যাশনাল পলিসি রিসার্চ ইনস্টিটিউট’ আয়োজিত এক ফোরামে দেওয়া ভিডিও-বর্ক্তৃতায় বলেন, তাইওয়ানে কিছু ঘটলে, জাপানে কিছু ঘটবে; জাপান-মার্কিন জোটে কিছু ঘটবে। চীনা নেতৃবৃন্দের উচিত বিষয়টিকে হালকাভাবে না-নেওয়া। (ওয়াং হাইমান/আলিম/ছাই)