চীন বরাবরই উন্নয়নশীল দেশগুলোর নির্ভরশীল বন্ধু ও আন্তরিক অংশীদার: চীনা মুখপাত্র
2021-12-01 11:25:35

ডিসেম্বর ১: গতকাল (মঙ্গলবার) জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন ‘গ্রুপ অব ৭৭ ও চীনের’ ৪৫তম পররাষ্ট্রমন্ত্রীদের ভিডিও সম্মেলনে বলেন, চীন বরাবরই উন্নয়নশীল দেশগুলোর নির্ভরযোগ্য বন্ধু ও আন্তরিক অংশীদার।

চাং চুন বলেন, নভেল করোনাভাইরাস মহামারি চলছে। ‘গ্রুপ অব ৭৭ ও চীনের’ উচিত্ জাতিসংঘের প্লাটফর্মকে কাজে লাগিয়ে উন্নয়নশীল দেশে মহামারী পরবর্তী পুনরুদ্ধার করা এবং এজেন্ডা ২০৩০ বাস্তবায়নের পরিবেশ সৃষ্টি করা।

তিনি বলেন, উন্নয়নকে অগ্রাধিকার দিতেই হবে। ‘গ্রুপ অব ৭৭ ও চীনের’ উচিত্ জনগণ-কেন্দ্রিক চিন্তাধারা লালন করা, উন্নয়নে বরাদ্দ বাড়ানো এবং চরম দারিদ্র্য, খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির পুনরুদ্ধার-সহ বিভিন্ন সমস্যা সমাধান করা।

তা ছাড়া, প্রকৃত বহুপক্ষবাদে অবিচল থাকা উচিত্। জাতিসংঘ কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষা করা, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষা করা এবং একতরফাবাদ, সংরক্ষণবাদ ও আধিপত্যের বিরোধিতা করা উচিত্।

উন্নয়নশীল দেশগুলোকে পুঁজি, প্রযুক্তি ও ক্ষমতায়নে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি মেনে চলতে উন্নত দেশগুলোকে তাগিদ দিতেই হবে।

(লিলি/তৌহিদ/শুয়েই)