সিনচিয়াং-বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
2021-12-01 11:21:54

ডিসেম্বর ১: গতকাল (মঙ্গলবার) সিনচিয়াং সরকার বেইজিংয়ে ৬১তম সিনচিয়াং-বিষয়ক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। ব্রিফিংয়ে সরকারের মুখপাত্র স্যুই কুই সিয়াং যুক্তরাষ্ট্রের জাতিগত নিধনের ছয়টি অপরাধের ইতিহাস তুলে ধরে বলেন, সিনচিয়াংয়ে কখনও জাতিগত নিধন হয় নি।

   

তিনি বলেন, মার্কিন নেতার মুখেই পদ্ধতিগত বর্ণবৈষম্যের কলঙ্ক রয়েছে। রেড ইন্ডিয়ানদের ওপর দেশটির গণহত্যাই মূলত জাতিগত নির্মূল অভিযান।

 

সংশ্লিষ্ট প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে সিনচিয়াংয়ের সমাজ স্থিতিশীল রয়েছে এবং অর্থনীতি ও জীবিকা উন্নত হচ্ছে। বিভিন্ন জাতির জনগণ অভূতপূর্ব স্থিতিশীল ও শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছে। যুক্তরাষ্ট্র তথাকথিত ‘মানবাধিকার ইস্যুতে’ শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে; যা খুবই হাস্যকর।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)