যুক্তরাষ্ট্রের ‘গণতন্ত্র সম্মেলন’ খোদ গণতন্ত্রকেই ধ্বংসের প্রয়াস: চীনা মুখপাত্রের অভিযোগ
2021-11-30 19:13:17

যুক্তরাষ্ট্রের ‘গণতন্ত্র সম্মেলন’ খোদ গণতন্ত্রকেই ধ্বংসের প্রয়াস: চীনা মুখপাত্রের অভিযোগ_fororder_0625-1

নভেম্বর ৩০: যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘গণতন্ত্র সম্মেলন’ আসলে গণতন্ত্রের উন্নয়নের নামে খোদ গণতন্ত্রকেই ধ্বংস করার প্রয়াস। এ প্রয়াস বিশ্ব জনমতের বিরুদ্ধে এবং তা অবশ্যই ব্যর্থ হবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, গণতন্ত্রের এমন কোনো মডেল নেই যা সকল দেশের জন্য উপযুক্ত। একেক দেশের গণতন্ত্র বাস্তবায়নের পথ একেক রকম হওয়া স্বাভাবিক। গণতন্ত্র নিয়ে মত বিনিময় করা যায়, কিন্তু একের মডেল অন্যের উপর চাপিয়ে দেওয়া যায় না।

মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের মতো নিজের গণতন্ত্রকে সর্বশ্রেষ্ঠ আখ্যায়িত করে, গণতন্ত্র রক্ষার নামে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপার হস্তক্ষেপ ও সামরিক আগ্রাসন চালানোর প্রয়াস শুধু বিশৃঙ্খলা, যুদ্ধ ও শরণার্থী সমস্যাই সৃষ্টি করতে পারে। বিভিন্ন দেশের সংস্কৃতি, ইতিহাস ও সভ্যতার বৈচিত্র্যকে উপেক্ষা করে, নিজের গণতান্ত্রিক মডেল সকল দেশের ওপর চাপিয়ে দেওয়া সবচেয়ে বড় অগণতান্ত্রিক কাজ। (ইয়াং/আলিম/ছাই)