চীন-আফ্রিকা অভিন্ন স্বার্থের কমিউনিটি গড়ে উঠবে: সিআরআই সম্পাদকীয়
2021-11-30 19:06:10

চীন-আফ্রিকা অভিন্ন স্বার্থের কমিউনিটি গড়ে উঠবে: সিআরআই সম্পাদকীয়_fororder_111111111111111111

নভেম্বর ৩০: চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের অষ্টম মন্ত্রী পর্যায়ের সম্মেলন সেনেগালের রাজধানী ডাকারে ২৯ থেকে ৩০ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং ভিডিও-লিঙ্কের মাধ্যমে বেইজিং থেকে  বক্তব্য দেন।

এসময় সি চিন পিং উল্লেখ করেন, চীন ও আফ্রিকা নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলার জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বস্তুত, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের সম্মেলন দু’পক্ষের অভিন্ন স্বার্থের কমিউনিটি গড়ে তুলতে সাহায্য করবে।

কোভিড-১৯ মহামারীর নেতিবাচক প্রভাব সম্পর্কে প্রেসিডেন্ট সি তাঁর বক্তৃতায় জোর দিয়ে বলেন, মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে চীন ও আফ্রিকাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আসলে ‘স্বাস্থ্য’ খাত চীন-আফ্রিকা সহযোগিতা উন্নয়নের জন্য একটি নতুন সুযোগ হয়ে উঠতে যাচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের কাঠামোর আওতায়, চীন-আফ্রিকা স্বাস্থ্য-সহযোগিতার বিষয়টি ‘দশটি প্রধান সহযোগিতা পরিকল্পনা’ এবং ‘আটটি প্রধান কাজ’-এর অন্তর্ভুক্ত হয়েছে। আর বর্তমানে তা উন্নয়নের মহাসড়কে প্রবেশ করেছে বলা চলে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)