এক যুগ ধরে আফ্রিকার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার দেশ চীন
2021-11-30 11:13:06

নভেম্বর ৩০: গতকাল (সোমবার) চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের সপ্তম শিল্পপতি সম্মেলনে বলা হয়, চীন টানা ১২ বছর ধরে আফ্রিকার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার দেশ।

পরিসংখ্যানে দেখা গেছে, মহামারী পরিস্থিতির মধ্যেও আফ্রিকায় চীনের বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। ২০১৯ সালের ২৭১ কোটি মার্কিন ডলার থেকে ২০২০ সালে তা ২৯৬ কোটি মার্কিন ডলারে বৃদ্ধি পেয়েছে। চীনা প্রতিষ্ঠানের নতুন বিনিয়োগ আফ্রিকার ৪৭টি দেশে আছে। এর মধ্যে ১৯টি দেশে বিনিয়োগ বৃদ্ধির হার ১০ শতাংশেরও বেশি।

২০০০ সালে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম শুরু হয়। তারপর থেকে আফ্রিকায় চীনের বিনিয়োগ দ্রুততার সঙ্গে বেড়েছে, দু’পক্ষ দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা, সমতা ও পারস্পরিক কল্যাণকর নতুন অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠা ও উন্নয়নের পাশাপাশি সুষ্ঠু চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম প্রতিষ্ঠা করেছে।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)