আফ্রিকা-চীন সহযোগিতার উচ্চ মূল্যায়ন করেছেন আফ্রিকান দেশগুলোর নেতারা
2021-11-30 11:12:28

নভেম্বর ৩০: গতকাল (সোমবার) দু’দিনব্যাপী চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের অষ্টম মন্ত্রী পর্যায়ের সম্মেলন সেনেগালের রাজধানী ডাকারে শুরু হয়েছে। ফোরামে আফ্রিকান পক্ষের চেয়ারম্যান সেনেগাল, কোমোরোস ফেডারেল ইসলামি প্রজাতন্ত্র এবং গণতান্ত্রিক কঙ্গোর প্রেসিডেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন। ফোরামের বেইজিং শীর্ষসম্মেলন থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে দু’পক্ষের সহযোগিতায় অর্জিত সাফল্যের উচ্চ প্রশংসা করা হয় এবং চীনের সঙ্গে ঐক্য ও মৈত্রী সুসংহত করা, পারস্পরিক সহযোগিতা গভীরতর করা, চীন-আফ্রিকান সম্পর্কের নতুন যুগ শুরু করা এবং নতুন যুগে চীন-আফ্রিকান অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠার কথা বলা হয়।

সেনেগালের প্রেসিডেন্ট বলেন, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম প্রতিষ্ঠার পর থেকে দু’পক্ষ সবসময় বাস্তব ও কার্যকর উপায়ে সহযোগিতা করেছে। মৈত্রী, ঐক্য, আস্থা ও সম্মান ফোরামের শক্তি। এই শক্তি ভবিষ্যতে আফ্রিকা-চীন সম্পর্কে আশা-আকাঙ্ক্ষা বহন করবে এবং নতুন যুগে চীন-আফ্রিকা অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠা জোরদার করবে।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)