চলতি বছরের প্রথম ৯ মাসে চীন-রুশ জ্বালানিবাণিজ্য ৩৪৯০ কোটি মার্কিন ডলার
2021-11-30 18:27:29

চলতি বছরের প্রথম ৯ মাসে চীন-রুশ জ্বালানিবাণিজ্য ৩৪৯০ কোটি মার্কিন ডলার_fororder_1130-1

নভেম্বর ৩০: চীনের জাতীয় জ্বালানিসম্পদ ব্যুরো জানিয়েছে, চলতি বছরের প্রথম ৯ মাসে চীন ও রাশিয়ার মধ্যে জ্বালানি খাতে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৩৪৯০ কোটি মার্কিন ডলার, যা মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের ৩৪.৩ শতাংশ।

ব্যুরোর পরিসংখ্যান অনুসারে, বছরের প্রথম ৯ মাসে দু’দেশের মধ্যে প্রাকৃতিক গ্যাস ও কয়লা খাতে বাণিজ্য গত বছরের একই সময়ের তুলনায় ৬০ শতাংশ বেড়েছে। আর বিদ্যুৎখাতে দু’দেশের বাণিজ্য হয়েছে ২৩৮ কোটি কিলোওয়াট-ঘন্টা, যা গত বছরের একই সময়ের তুলনায় ১.৪ শতাংশ বেশি।

এদিকে, চীন-রাশিয়া তৃতীয় জ্বালানি ও বাণিজ্য ফোরাম গতকাল (সোমবার) অনুষ্ঠিত হয়। ফোরাম অনলাইন ও অফলাইনের মাধ্যমে বেইজিং ও মস্কোয় অনুষ্ঠিত হয়েছে।

ফোরামে রুশ উপপ্রধানমন্ত্রী নোভাক বলেন, দু’দেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতা উচ্চ মানের। প্রাকৃতিক গ্যাস, কয়লা ও হাইড্রোজেন শক্তি খাতে দু’দেশের সহযোগিতা স্থিতিশীলভাবে উন্নত হচ্ছে। ভবিষ্যতে নবায়নযোগ্য জ্বালানি খাতে দু’দেশের সহযোগিতার অনেক সম্ভাবনা রয়েছে।  (ইয়াং/আলিম/ছাই)