যুক্তরাষ্ট্রকে নতুন দফা আলোচনায় ‘ট্রাম্পের সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি বাতিল করার তাগিদ দিয়েছে ইরান
2021-11-30 11:05:26

নভেম্বর ৩০: যুক্তরাষ্ট্রের উচিত ইরানের পরমাণু ইস্যুতে নতুন দফা আলোচনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বাতিল করা। গতকাল (সোমবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ট্রাম্পের ব্যর্থ ইরান নীতি রক্ষা করার জন্য আগের ছয় দফা আলোচনায় অনেক সময় নষ্ট করেছে। ইরানের বিভিন্ন পক্ষ নতুন আলোচনার সুযোগ কাজে লাগানোর প্রত্যাশা করে।

তিনি আরও বলেন, ইরানের ওপর নিষেধাজ্ঞা বাতিলের পথে এগিয়ে যাচ্ছে। তবে, নতুন দফা আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্র সরাসরি বৈঠক করবে না।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)