ভাইরাসের উত্স সন্ধানের ক্ষেত্রে অযৌক্তিক জল্পনা আন্তর্জাতিক সহযোগিতাকে দুর্বল করবে: বেইজিং
2021-11-30 18:54:24

নভেম্বর ৩০: সত্যকে সম্মান করা ও বিজ্ঞানের ওপর জোর দেওয়া সব ধরনের বৈজ্ঞানিক গবেষণার মৌলিক বিষয়। কোভিড-১৯ ভাইরাসের উত্স অনুসন্ধানও একটি বৈজ্ঞানিক গবেষণার বিষয়; এ বিষয়ে অযৌক্তিক জল্পনা মহামারী মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতাকেই কেবল দুর্বল করবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, কোভিড-১৯ ছড়িয়ে পড়ার পর চীন ভাইরাসের উত্স অনুসন্ধানের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতায় স্বচ্ছতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। চীন দ্রুততম সময়ের মধ্যে ভাইরাসের সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স প্রকাশ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে গবেষণায় সবার আগে সহযোগিতাও করেছে চীন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা দুই-দুইবার চীন পরিদর্শন করেছেন।

মুখপাত্র আরও বলেন, বর্তমানে কোভিড-১৯ নতুন করে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টও আক্রমণ করেছে। এ অবস্থায় মহামারী মোকাবিলায় বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা জোরদার করা জরুরি। (ছাই/আলিম/ওয়াং হাইমান)