ইরানের পরমাণু চুক্তি নিয়ে ভিয়েনায় বৈঠক শুরু
2021-11-30 14:59:30

নভেম্বর ৩০: গতকাল (সোমবার) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু চুক্তির আলোচনা পুনরায় ভিয়েনায় শুরু হয়েছে।

এদিন বিকেলে ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক কার্যক্রম বিভাগের উপমহাসচিব জনাব মোল্লা আলোচনার সভাপতিত্ব করেছেন। ইরান, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও চীনের প্রতিনিধিরা অধিবেশনে উপস্থিত ছিলেন।

 

ভিয়েনায় জাতিসংঘে নিযুক্ত চীনা প্রতিনিধি ওয়াং ছুন বলেন, গত জুন মাসের পর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। তাই এটি অনেক গুরুত্বপূর্ণ। এ থেকে বোঝা যায়, সংলাপ ও আলোচনা হবে ইরানের পরমাণু সমস্যা সমাধানের একমাত্র সঠিক পথ। গত এপ্রিল মাস থেকে এ পর্যন্ত ছয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং সংশ্লিষ্ট খসড়াও প্রণয়ন করা হয়েছে। চীন বিভিন্ন পক্ষের বৈধ অধিকার ও যুক্তিযুক্ত উদ্বেগকে সম্মান জানায় এবং নমনীয় মনোভাব ও রাজনৈতিক বুদ্ধিদীপ্ত আলোচনায় সমর্থন দেয়; যাতে আলোচনার পর দ্রুত চুক্তি বাস্তবায়ন করা যায়।

 

অধিবেশনের পর জনাব মোল্লা বলেন, এবারের অধিবেশনে বিভিন্ন পক্ষ ইতিবাচক ভূমিকা রেখেছে। ইরানি প্রতিনিধিদলও গত ছয় দফার আলোচনার ফলাফলের ভিত্তিতে নতুন দফা আলোচনায় বসতে ইচ্ছুক।

যুক্তরাষ্ট্রের ইরান-বিষয়ক ইস্যুতে বিশেষ প্রতিনিধিদল নিয়ে ভিয়েনায় পৌঁছেছেন। ইরানের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কারণে সরাসরি বৈঠকে অংশ নিতে পারে না ওয়াশিংটন।(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)