শীতকালীন অলিম্পিক আন্তর্জাতিক রাজনীতির মঞ্চ নয়: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2021-11-29 19:15:30

 

নভেম্বর ২৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, আসন্ন শীতকালীন অলিম্পিক একটি বৈশ্বিক ক্রীড়া-প্রতিযোগিতা; এটি আন্তর্জাতিক রাজনীতির মঞ্চ নয়।

মুখপাত্র বলেন, একটি সফল ও উত্তেজনাপূর্ণ অলিম্পিক গেমস আয়োজনে সংশ্লিষ্ট সকলের যৌথ প্রচেষ্টা প্রয়োজন। গুটিকতক দেশের গুটিকতক রাজনীতিবিদ এ আয়োজনে অংশগ্রহণ না-করলে কিছু আসবে যাবে না। তা ছাড়া, অলিম্পিকের নিয়ম অনুসারে, একটি দেশের রাজনীতিবিদদের সেদেশের অলিম্পিক কমিটি আমন্ত্রণ জানিয়ে থাকে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন নভেম্বরের শেষ দিকে মার্কিন সরকারি কর্মকর্তাদের অলিম্পিক বয়কটের ঘোষণা দিতে পারে বলে শোনা যাচ্ছে। এ প্রসঙ্গেই চীনা মুখপাত্র প্রেস ব্রিফিংয়ে উক্ত মন্তব্য করেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)