ইইউ’র প্রতিনিধিদের সঙ্গে আফগান অস্থায়ী সরকারি প্রতিনিধিদলের বৈঠক
2021-11-29 10:57:39

নভেম্বর ২৯: আজ (সোমবার) আফগান অস্থায়ী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখ বলেছেন, দোহায় আফগান অস্থায়ী সরকার এবং ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র প্রতিনিধিরা দু’দিনব্যাপী সম্মেলন আয়োজন করেছে। অস্থায়ী আফগান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি’র নেতৃত্বে সেদেশের অস্থায়ী সরকারি প্রতিনিধিদল এবং আফগানিস্তান ইস্যুতে ইইউ’র বিশেষ প্রতিনিধি’র নেতৃত্বে জোটের প্রতিনিধিদল এতে যোগ দিয়েছে। তারা আফগান পরিস্থিতি, মানবিক সাহায্য, নিরাপত্তা এবং যারা আফগানিস্তান ত্যাগ করতে চান- তাদেরকে নিরাপদ পথ তৈরি করে দেওয়াসহ নানা ইস্যুতে আলোচনা করেছেন।

ইইউ’র প্রতিনিধিদল জানায়, তারা অবহ্যাহতভাবে আফগান জনগণকে সমর্থন দিয়ে যাবে এবং মানবিক কাজ পরিচালনার জন্য আফগানিস্তানের রাজধানী কাবুলে কার্যালয় স্থাপন করবে। আফগান প্রতিনিধিদল দেশীয় নিরাপত্তা রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে। সহযোগিতার মাধ্যমে সংশ্লিষ্ট কাজ চালিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছে তারা। (লিলি/তৌহিদ/শুয়েই)