পর্যটন নিষেধাজ্ঞা বিজ্ঞানভিত্তিক হওয়া উচিত হু
2021-11-29 11:03:06

নভেম্বর ২৯: গতকাল (রোববার) বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু’র আফ্রিকান অঞ্চলের কার্যালয় জানায়, বিভিন্ন দেশের উচিত বিজ্ঞান ও ‘আন্তর্জাতিক স্বাস্থ্য অধ্যাদেশ ২০০৫’-এর ভিত্তিতে পর্যটন নিষেধাজ্ঞাসহ মহামারী প্রতিরোধব্যবস্থা কার্যকর করা।

 

নতুন প্রজন্মের করোনাভাইরাস ওমিক্রনের সংক্রমণ এড়ানোর জন্য সম্প্রতি বেশ কয়েকটি দেশ দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকান দেশের ফ্লাইট ও পর্যটকের ওপর অভিবাসন নিষেধাজ্ঞার পাশাপাশি প্রতিরোধ-ব্যবস্থা জোরদার করেছে।

 

কার্যালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটন নিষেধাজ্ঞাসহ প্রতিরোধ-ব্যবস্থা ভাইরাসের সংক্রমণ ভূমিকা রাখতে পারে। কিন্তু, এতে বিভিন্ন দশের জীবন-জীবিকার ওপর গভীর চাপ পড়বে।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)