সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় আফগানিস্তান
2021-11-29 11:02:09

নভেম্বর ২৯: আফগানিস্তান সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায়। গত শনিবার সন্ধ্যায় আফগানিস্তানের অস্থায়ী সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ জাতীয় টেলিভিশনে এক অডিও ভাষণে এ কথা বলেছেন। অস্থায়ী সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হবার পর এটাই তাঁর প্রথম উন্মুক্ত ভাষণ।

 

তিনি জোর দিয়ে বলেন, তালিবান কোন সংস্থাকে আফগান ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের বিরুদ্ধে হুমকি সৃষ্টি করার সুযোগ দেবে না। বর্তমানে তালিবান দেশ পুনর্গঠনে মনোযোগ দিচ্ছে। আফগানিস্তানের ওপর চাপ প্রয়োগ করা কারও জন্য কল্যাণকর নয়।

 

তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধ রেখে দেশ পুনর্গঠন করার আহ্বান জানেন তিনি। তিনি আরো বলেন, তালিবান নারীদের শিক্ষা গ্রহণের অধিকারকে সম্মান করে এবং নারীদের অধিকার সুনিশ্চিত করবে।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)