আগামী কয়েক সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় চতুর্থ দফা মহামারী দেখা দিতে পারে: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট
2021-11-29 10:58:17

নভেম্বর ২৯: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা রোববার জানান যে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেদেশে চতুর্থ দফায় নভেল করোনাভাইরাস মহামারী দেখা দিতে পারে, তাই সবাইকে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

রামাফোসা রোববার রাতে এক টেলিভিশন ভাষণে বলেন, গত ৭ দিনে, দক্ষিণ আফ্রিকায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা আগের সপ্তাহের ৫০০ থেকে বেড়ে ১৬০০ উন্নীত হয়েছে। এক সপ্তাহেরও কম সময়ে ভাইরাস সনাক্তের হার ২ শতাংশ থেকে ৯ শতাংশ বেড়েছে।

 

তিনি বলেন, ভাইরাসের ওমিক্রোন স্ট্রেইন ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকার সব প্রদেশে ছড়িয়ে পড়েছে। তাই টিকা নেওয়া হলো নিজেকে ও অন্যকে রক্ষা করার সবচে কার্যকর পদ্ধতি।

তিনি আরও বলেন, ভ্যাকসিন বৈষম্যের কারণে যেসব দেশ টিকা পায়নি, সেসব দেশের পাশাপাশি বিশ্বব্যাপী প্রচেষ্টাও হুমকির মুখে পড়েছে। ওমিক্রোন স্ট্রেইন বিশ্বে বিপদের ঘণ্টা বাজিয়েছে; তাই, ভ্যাকসিন বৈষম্য বন্ধ করা উচিত।

 

বর্তমানে দক্ষিণ আফ্রিকার প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৪১ শতাংশ মানুষ ভ্যাকসিনের অন্তত একটি ডোজ পেয়েছেন এবং ৬০ বছরের বেশি বয়স্ক জনসংখ্যার প্রায় ৫৭ শতাংশ লোক পূর্ণ ডোজ টিকা সম্পন্ন করেছে। দক্ষিণ আফ্রিকার জনসমাগমের স্থানে কর্মরত লোকদের বাধ্যতামূলক টিকা দেওয়ার বিষয়ে আলোচনা করার জন্য একটি কর্মগ্রুপ গঠিত হয়েছে।

(লিলি/তৌহিদ/শুয়েই)