২০২৫ সালের মধ্যে চীনের সর্বত্র চিকিত্সাবিমায় ডিআরজি/ডিআইপি পদ্ধতি চালু হবে
2021-11-29 18:14:48

২০২৫ সালের মধ্যে চীনের সর্বত্র চিকিত্সাবিমায় ডিআরজি/ডিআইপি পদ্ধতি চালু হবে_fororder_1129-3

নভেম্বর ২৯: ২০২৫ সালের মধ্যে চীনের সর্বত্র চিকিত্সাবিমায় ডিআরজি/ডিআইপি (ডিজিজ ডায়গনোসিস রিলেটেড গ্রুপ/ ডায়গনোসিস ইনটারভেনশন প্যাকেজ) অর্থ-পরিশোধ পদ্ধতি চালু করা হবে। সম্প্রতি চীনের জাতীয় চিকিত্সাবিমা ব্যুরো এ সংক্রান্ত তিন বছর মেয়াদি পরিকল্পনা প্রকাশ করে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত চীনে সার্বিকভাবে ডিআরজি/ডিআইপি অর্থ-পরিশোধ পদ্ধতি পর্যায়ক্রমে চালু করার কাজ চলবে। আর ২০২৫ সাল শেষ হবার আগেই দেশব্যাপী এ পদ্ধতি চালুর কাজ সম্পন্ন হবে।

উল্লেখ্য, চীনে এখন পর্যন্ত, চিকিত্সাবিমায় অর্থ-পরিশোধ পদ্ধতি সংস্কারের লক্ষ্যে, ৩০টি শহরে পরীক্ষামূলকভাবে ডিআরজি পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। (ইয়াং/আলিম/ছাই)