তৃতীয় চীন-রাশিয়া জ্বালানিসম্পদ বাণিজ্য ফোরামে সি ও পুতিনের অভিনন্দনবার্তা
2021-11-29 20:17:07

নভেম্বর ২৯: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ (সোমবার) আলাদাভাবে তৃতীয় চীন-রাশিয়া জ্বালানিসম্পদ বাণিজ্য ফোরামে অভিনন্দনবার্তা পাঠান।  

সি চিন পিং তাঁর বার্তায় বলেন, দু’দেশের সার্বিক সহযোগিতায় কল্যাণকর সাফল্য অর্জিত হয়েছে। জ্বালানিসম্পদ খাতে সহযোগিতা হলো দু’দেশের বাস্তব সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশ। এ খাতে চীন রাশিয়ার সঙ্গে সহযোগিতা গভীরতর করতে চায়। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার স্বার্থে দু’দেশের জ্বালানিসম্পদ খাতের নিরাপত্তা সুরক্ষা করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

 আর পুতিন তাঁর বার্তায় বলেন, সাম্প্রতিক বছরগুলোয় জ্বালানিসম্পদ খাতে দু’দেশের সহযোগিতায় ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। দু’দেশের প্রতিষ্ঠানগুলো পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত রাখবে এবং জ্বালানিসম্পদ খাতে  সবুজ উন্নয়নের নতুন পদ্ধতি আবিষ্কারে সচেষ্ট থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।  (ছাই/আলিম/ওয়াং হাইমান)