যুক্তরাষ্ট্রের সাহায্যে তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করার অপপ্রয়াস ব্যর্থ হবে: চীনা মুখপাত্র
2021-11-29 19:30:35

নভেম্বর ২৯: যুক্তরাষ্ট্রের সাহায্য নিয়ে তাইওয়ানকে চীনের মূল ভূভাগ থেকে বিচ্ছিন্ন করার অপপ্রয়াসও শেষ পর্যন্ত ব্যর্থ হবে।  আজ (সোমবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন এ মন্তব্য করেন।

তিনি বলেন, তাইওয়ান ইস্যু চীনের সার্বভৌমত্ব ও কেন্দ্রীয় স্বার্থের সাথে জড়িত। এ ইস্যুতে চীন কোনো আপোস করবে না। মার্কিন প্রশাসন ও তাইওয়ানের বর্তমান কর্তৃপক্ষকে এ ব্যাপারে সতর্ক হতে হবে। তিনি তাদেরকে আগুন নিয়ে না-খেলারও পরামর্শ দেন।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রে তাইওয়ানের অবসরপ্রাপ্ত সৈনিক ও সামরিক কর্মকর্তাদের জন্য একটি বিশেষ কার্যালয় স্থাপনের উদ্যোগের খবর প্রকাশিত হয়। চীনা মুখপাত্র এ প্রসঙ্গেই উক্ত মন্তব্য করেন। (ইয়াং/আলিম/ছাই)

যুক্তরাষ্ট্রের সাহায্যে তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করার অপপ্রয়াস ব্যর্থ হবে: চীনা মুখপাত্র_fororder_1129-4