ডব্লিউটিওতে যোগ দেওয়ায় চীনের শুল্কের পরিমাণ ১৫.৩ থেকে ৭.৪ শতাংশে নেমে এসেছে
2021-11-29 11:32:41

নভেম্বর ২৯: ২০০১ সালের ১৭ সেপ্টেম্বর বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনা কর্মদলের ১৮তম অধিবেশনে ডব্লিউটিওতে চীনের যোগদানের আইনগত দলিল গৃহীত হয়। তখন চীন প্রতিশ্রুতি দিয়েছিল যে, ২০১০ সালের পয়লা জানুয়ারির আগে চীন শুল্ক হ্রাস করবে। এরপর চীনের শুল্ক ১৫.৩ শতাংশ থেকে ৯.৮ শতাংশে নেমে এসেছে।

 

২০০২ সাল থেকে চীন ধীরে ধীরে আমদানি পণ্যের ওপর শুল্ক কমিয়ে দেয়, সিডান গাড়ি ও ৪২টি ব্র্যান্ডের গাড়ির যন্ত্রাংশের শুল্কও কমিয়ে দেওয়া হয়।

 

২০২০ সালে চীনের শুল্কের পরিমাণ ২৫৬ বিলিয়ন ৪২ কোটি ইউয়ানে দাঁড়ায়। বর্তমানে চীনের শুল্কের পরিমাণ মাত্র ৭.৪ শতাংশ, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সবচেয়ে কম। ব্যাপক শুল্ক হ্রাস করার কারণে আমদানির পরিমাণ ব্যাপক বেড়েছে। চীনে কৃষিজাত দ্রব্য আমদানির পরিমাণ ১১৯০ কোটি মার্কিন ডলার থেকে বেড়ে হয়েছে ১৭০৮০ কোটি মার্কিন ডলার; যা বার্ষিক গড়পড়তা প্রবৃদ্ধির পরিমাণের ১৫ শতাংশ। এতে বিদেশি কৃষকদের কল্যাণ হয়েছে।(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)