‘যুব-অলিম্পিক’ ও ‘যৌথভাবে ভবিষ্যৎকে অভ্যর্থনা’ দলের আন্তর্জাতিক যুব বিনিময় ক্যাম্প শুরু
2021-11-29 11:03:53

নভেম্বর ২৯: গতকাল (রোববার) ‘যুব-অলিম্পিক’ বেইজিং মৈত্রী শহর আন্তর্জাতিক যুব ক্লাউড সংলাপ ও ‘যৌথভাবে ভবিষ্যৎকে অভ্যর্থনা’ দলের আন্তর্জাতিক যুব বিনিময় ক্যাম্প শুরু হয়েছে। এতে অনেক দেশের যুব সমাজ অনলাইন ও অফলাইনে শীতকালীন অলিম্পিক গেমস ও বন্ধুত্ব নিয়ে আলোচনা করছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট যুব লীগ বেইজিং কমিটির উপ-সম্পাদক লি চিয়ান বলেন, বিভিন্ন দেশের যুব মৈত্রী শহর সংযোগস্থল হিসেবে ইতিবাচকভাবে বিনিময় ও সংলাপ জোরদার করার পাশাপাশি অব্যাহতভাবে সহযোগিতা গভীরতর করেছে। গ্রীষ্মকালীন ও শীতকালীন দু’টো অলিম্পিক শহর হিসেবে বেইজিং বিভিন্ন দেশ ও অঞ্চলের খেলোয়াড়দের অভ্যর্থনার প্রস্তুতি নিচ্ছে।

 

উল্লেখ্য, ২০১২ সালে প্রথম অনুষ্ঠিত হয় যুব ক্যাম্প। এ পর্যন্ত দশবার ৬০টিরও বেশি দেশ ও অঞ্চলের দেড় হাজার যুবক এতে অংশ নিয়েছেন। এবারের ক্যাম্প চলবে তিন দিন।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)