যুক্তরাষ্ট্রের ‘গণতন্ত্র সম্মেলন’ ঠাণ্ডাযুদ্ধের মানসিকতার বহিঃপ্রকাশ: চীনা মুখপাত্র
2021-11-29 19:31:31

 

নভেম্বর ২৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (সোমবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘গণতন্ত্র সম্মেলন’ ঠাণ্ডাযুদ্ধের মানসিকতার বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক সমাজের উচিত এ ব্যাপারে সতর্ক থাকা।

এদিকে, হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীও গত ২৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘গণতন্ত্র সম্মেলন’-এর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘গণতন্ত্র সম্মেলন’ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির প্রতিফলন।  

একই সময়ে যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত ছিন কাং ও  রাশিয়ার রাষ্ট্রদূত যৌথভাবে এক নিবন্ধে লিখেছেন, যুক্তরাষ্ট্র এককভাবে সিদ্ধান্ত নিয়েছে কোন দেশ ‘গণতান্ত্রিক’ ও কোন দেশ নয়। এটি পুরোপুরিভাবেই ঠাণ্ডাযুদ্ধের মানসিকতা, যা বিশ্বে আদর্শিক বিরোধিতা ও দ্বন্দ্বকে উস্কে দেবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)