ওমিক্রন প্রজাতির করোনাভাইরাস নিয়ে গবেষণ করছে হু
2021-11-29 11:33:39

নভেম্বর ২৯: গতকাল (রোববার) বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ নিয়ে গবেষণা করছে সংস্থাটি, তা আরও গুরুতর রোগ সৃষ্টি করবে কিনা- তা এখনও ঠিক জানা যায় নি।

 

হু জানায়, ওমিক্রনের কারণে করোনাভাইরাসে ফের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে গেছে। নতুন এ ভ্যারিয়েন্ট ওমিক্রন সম্পর্কে খুব কম তথ্যই আছে। তাই আরও বিস্তারিত গবেষণা করা প্রয়োজন; যাতে কোভিড-১৯ টিকা ও পরীক্ষা পদ্ধতির কার্যকারিতা জানা যায়।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)