‘আফ্রিকা পার্টনার’ গণমাধ্যম সহযোগিতা ফোরামে চীনা প্রচারমন্ত্রীর অংশগ্রহণ
2021-11-28 18:44:18

 

নভেম্বর ২৮: ২০২১ সালের ‘আফ্রিকা পার্টনার’ গণমাধ্যম সহযোগিতা ফোরাম গত শুক্রবার অনুষ্ঠিত হয়। চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও দেশের প্রচারমন্ত্রী হুয়াং খুন মিং ভিডিও-লিঙ্কের মাধ্যমে এতে অংশগ্রহণ করেন।

ফোরামে তিনি বলেন, চীন ও আফ্রিকার গণমাধ্যমগুলোর মধ্যে বিনিময় বেড়েছে। দু’দেশের গণমাধ্যমই বস্তুনিষ্ঠতা, ন্যায্যতা, ও পারস্পরিক সম্মানের ওপর গুরুত্ব দেয়। গণমাধ্যমগুলো দু’দেশের মানুষকে আরও কাছাকাছি আনতেও ইতিবাচক ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, সিপিসি’র ১৯তম কেন্দ্রীয় কমিটির ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশনে বিগত এক শত বছরে পার্টির বিভিন্ন অর্জনকে তুলে ধরা হয়েছে। অধিবেশনে চীনের পরবর্তী এক শত বছরের করণীয় সম্পর্কেও দিক-নির্দেশনা দিয়েছে।

উল্লেখ্য, ফোরামটি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র উদ্যোগে অনুষ্ঠিত হয়। ৪০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় এক শত অতিথি ফোরামে অংশ নেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)