চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইস ভাইস প্রেসিডেন্টের ফোনালাপ
2021-11-28 18:42:12

 

নভেম্বর ২৮: গতকাল (শনিবার) চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সুইজারল্যান্ডের ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ইগনাচিও ক্যাসিসের সাথে টেলিফোনে আলাপ করেন।

ফোনালাপে ওয়াং ই বলেন, গণপ্রজাতন্ত্রী চীনের সাথে সবার আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী পশ্চিমা দেশগুলোর অন্যতম সুইজারল্যান্ড। বিগত ৭০ বছরেরও বেশি সময় ধরে চীন-সুইজারল্যান্ড সম্পর্ক সুস্থ বিকাশের ধারা বজায় রেখেছে।

ওয়াং ই বলেন, দু’দেশ পরস্পরকে সম্মান করে, একে অপরকে সমান হিসাবে বিবেচনা করে, একে অপরের ভিন্নতাকে সম্মান করে, একে অপরের কাছ থেকে শেখে, এবং একসাথে উন্নতি করে। আর চীন-সুইজারল্যান্ড সম্পর্ক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উদ্ভাবনের ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্ব।

ওয়াং ই আরও বলেন, দু’দেশের মধ্যে জয়-জয় সহযোগিতা অব্যাহত রাখতে হবে, ব্যবহারিক সহযোগিতা গভীরতর করতে হবে, দু’দেশের জনগণের জন্য বাস্তব কল্যাণ সৃষ্টি করে যেতে হবে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত, মহামারীর মধ্যেও, দ্বিপাক্ষিক বাণিজ্য ৭০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের একটি ইতিবাচক দিক।

জবাবে ইগনাটিও ক্যাসিস বলেন,  সুইজারল্যান্ড ও চীনের মধ্যে একটি ভাল ও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যা পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও উপলব্ধির ওপর প্রতিষ্ঠিত। তাঁর দেশ মহামারী মোকাবিলায় চীনের সাফল্যের প্রশংসা করে এবং সুইজারল্যান্ডকে দেওয়া সমর্থন ও সহযোগিতার জন্য চীনকে ধন্যবাদ জানায়। তিনি বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকারও প্রশংসা করেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)