চীনে বিদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য ‘সিনচিয়াং অনলাইন আলোচনাসভা’ অনুষ্ঠিত
2021-11-28 15:28:04

চীনে বিদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য ‘সিনচিয়াং অনলাইন আলোচনাসভা’ অনুষ্ঠিত_fororder_1128-1 (2)

নভেম্বর ২৮: গত শুক্রবার চীনে বিদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য সিনচিয়াংয়ের উন্নয়নসংক্রান্ত একটি অনলাইন আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

‘সিনচিয়াং একটি চমত্কার জায়গা’ শীর্ষক অনুষ্ঠানটি চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগ এবং সিনচিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের স্থানীয় সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত হয়। চীনে বিদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা সিনচিয়াংয়ের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এতে মত বিনিময় করেন।

চীনে বিদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য ‘সিনচিয়াং অনলাইন আলোচনাসভা’ অনুষ্ঠিত_fororder_1128-1 (1)

সিনচিয়াংয়ের ইউনিয়ন চেয়ারম্যান ইলজাত আহমাতজান অনুষ্ঠানে বলেন, চলতি বছরের প্রথম তিন মাসে সিনচিয়াংয়ের জিডিপি গত বছরের একই সময়ের তুলনায় ৮.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আমদানি-রফতানি ছিল সাড়ে ১৭১১ কোটি মার্কিন ডলার, যা গত বছরের তুলনায় ১১.৬ শতাংশ বেশী। উক্ত সময়ে বিদেশি পুঁজি বিনিয়োগে প্রকল্প গৃহীত হয় ৪৮১৯টি।

চীনে বিদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য ‘সিনচিয়াং অনলাইন আলোচনাসভা’ অনুষ্ঠিত_fororder_1128-1 (3)

সিনচিয়াংয়ের একজন কৃষক রেহমান ইয়ুনুস অনুষ্ঠানে জানান, তিনি চলতি বছর ৩৫.৩ হেক্টর জমিতে তুলা চাষ করেছেন। এসব জমিতে মোট ফসল ফলেছে প্রায় ২০০ টন। (ইয়াং/আলিম/ছাই)