ভিয়েনায় আসন্ন পরমাণু আলোচনাকে তেহরান গুরুত্ব দিচ্ছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
2021-11-27 18:43:15

 

নভেম্বর ২৭: ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহহিয়ান গতকাল (শুক্রবার) ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক শীর্ষ প্রতিনিধি জোসেপ বোরেলের সঙ্গে এক ফোনালাপে বলেন, তাঁর দেশ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আসন্ন পরমাণু আলোচনাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। তিনি আরও বলেন, তেহরান একটি ‘ভালো ও যাচাইযোগ্য চুক্তি’ চায়।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্য পক্ষগুলো যদি ইরান-পরমাণুচুক্তি পুরোপুরি মেনে চলা শুরু করে এবং তেহরানের ওপর থেকে সকল নিষেধাজ্ঞা তুলে নিতে প্রস্তুত হয়, তবে আলোচনা থেকে ভালোকিছু অর্জিত হতে পারে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো ইরান-পরমাণুচুক্তি লঙ্ঘন করলেও, তেহরান ‘সরল বিশ্বাসে’ আলোচনায় অংশগ্রহণ করবে। তবে, মনে রাখতে হবে যে, ইরান-পরমাণুচুক্তিতে ফিরে যাওয়ার অর্থ হবে ‘এর সকল শর্তাবলী ও বিষয়বস্তু মেনে চলা’।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরান-পরমাণুচুক্তিতে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করার পাশাপাশি, তাঁর দেশের কিছু ব্যক্তি ও কোম্পানির ওপর নতুন করে নিষেধাজ্ঞাও আরোপ করেছে। এ ধরনের আচরণ ‘পরস্পরবিরোধী ও অসঙ্গত’। যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের ওপর থেকে সকল নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে তুলে নিতে হবে এবং ‘পরমাণুচুক্তি থেকে আর সরে আসবে না’ মর্মে নিশ্চয়তা দিতে হবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)