মহামারীর কারণে বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বাদশ মন্ত্রী পর্যায়ের সম্মেলন আবারও স্থগিত
2021-11-27 18:42:02

 

নভেম্বর ২৭: মহামারীর কারণে বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বাদশ মন্ত্রী পর্যায়ের সম্মেলন আবারও স্থগিত করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে আজ (শনিবার) ভোরে এ তথ্য জানানো হয়। ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সুইজারল্যান্ডের জেনিভায় এ সভা অনুষ্ঠিত হবার কথা ছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কোভিডের নতুন স্ট্রেইন আবিষ্কারের পর কোনো কোনো দেশের সরকার বিমান চলাচলের ওপর নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে। এর ফলে অনেক দেশের প্রতিনিধিরা জেনিভায় আসতে পারবেন না। এ অবস্থায় সভা স্থগিত না-করে কোনো উপায় নেই।

উল্লেখ্য, বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সভা সাধারণত প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হয়। দ্বাদশ মন্ত্রী পর্যায়ের সভা ২০২০ সালের জুনে কাজাখস্তানের রাজধানী নুর-সুলতানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মহামারীর কারণে তা স্থগিত করা হয়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)