চীন-ডেনমার্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
2021-11-27 18:58:58

চীন-ডেনমার্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত_fororder_643

নভেম্বর ২৭: চীন সফররত ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী ইয়েপে কোফুল গতকাল (শুক্রবার) চেচিয়াং প্রদেশের চিআনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে ওয়াং ই ‘এক চীননীতি’-তে অবিচল থাকায় ডেনমার্কের প্রশংসা করে বলেন, তাঁর দেশ আরও বেশি বৈশিষ্ট্যময় ড্যানিস পণ্য আমদানি করতে আগ্রহী। চীন ডেনমার্কের প্রতিষ্ঠানগুলোকে পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে আরও সুযোগ-সুবিধা দিতেও প্রস্তুত। তিনি দু’দেশের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন।

চীন-ডেনমার্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত_fororder_641

জবাবে ড্যানিস পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর দেশ ‘এক চীননীতি’-তে অবিচল থাকবে এবং চীনের সঙ্গে পারম্পরিক সম্মানের ভিত্তিতে মতভেদ নিয়ন্ত্রণ করে সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখবে। তাঁর দেশ চীনা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগকেও স্বাগত জানায়।

চীন-ডেনমার্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত_fororder_644

তিনি আরও বলেন, ডেনমার্কের ক্রীড়াবিদরা আসন্ন বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করবে। ডেনমার্ক চীনের সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা চালাতে এবং যৌথভাবে বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলা করতে ইচ্ছুক বলেও তিনি উল্লেখ করেন।

দুই পররাষ্ট্রমন্ত্রী আফগান পরিস্থিতিসহ অন্যান্য আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়েও মত বিনিময় করেন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)