ঐকমত্যের জন্য ছোটখাটো মতপার্থক্য উপেক্ষা করতে হবে: ইউরেশিয়া সম্মেলনে চীনা প্রধানমন্ত্রী
2021-11-27 18:56:52

ঐকমত্যের জন্য ছোটখাটো মতপার্থক্য উপেক্ষা করতে হবে:  ইউরেশিয়া সম্মেলনে চীনা প্রধানমন্ত্রী_fororder_10dfa9ec8a136327ce3a080294bcdbe509fac7ed

নভেম্বর ২৭: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বলেছেন, এশীয় ও ইউরোপীয় দেশগুলোর ইতিহাস, সংস্কৃতি ও উন্নয়ন-পথে ভিন্নতা রয়েছে। এ ভিন্নতা স্বাভাবিক। পারস্পরিক সম্মান বজায় রাখতে ও বৃহত্তর ঐকমত্যের স্বার্থে ছোটখাটো মতপার্থক্য উপেক্ষা করতে হবে। তিনি গতকাল (শুক্রবার) বেইজিং থেকে অনলাইনে ত্রয়োদশ ইউরেশিয়া শীর্ষ সম্মেলনের অনানুষ্ঠানিক অধিবেশনে এ সব কথা বলেন।

লি খ্য ছিয়াং বলেন, ইউরেশিয়া সম্মেলন হলো এশিয়া ও ইউরোপের বৃহত্তম সরকারি ফোরাম। এর ৫৩টি সদস্যদেশের জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ, মোট অর্থনীতি বিশ্বের প্রায় অর্ধেক, এবং বাণিজ্যের পরিমাণ বিশ্বের প্রায় ৭০ শতাংশ।

প্রধানমন্ত্রী লি আরও বলেন, বর্তমানে এশিয়া ও ইউরোপের দেশগুলো যৌথভাবে কোভিড-১৯ মোকাবিলা করছে; অর্থনীতি পুনরুদ্ধারে সচেষ্ট আছে। আঞ্চলিক সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক চুক্তি (আরসিইপি)-ও আগামী বছর কার্যকর হতে যাচ্ছে। এ চুক্তি অর্থনীতি পুনরুদ্ধারের জন্য নতুন চালিকাশক্তির যোগান দেবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)