পারমাণবিক সাবমেরিন নিয়ে ত্রিদেশীয় সহযোগিতা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি: চীন ও রাশিয়া
2021-11-27 18:38:01

নভেম্বর ২৭: গতকাল (শুক্রবার) আয়োজিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার এক সভায় পারমাণবিক সাবমেরিন নিয়ে যুক্তরাষ্ট্র-ব্রিটেন-অস্ট্রেলিয়া সহযোগিতার বিষয়টি আলোচিত হয়। সভায় চীন ও রুশ প্রতিনিধিরা এ সহযোগিতার তীব্র নিন্দা জানান।

আলোচনার পর চীনা প্রতিনিধি ওয়াং ছুইন ও রুশ প্রতিনিধি উলিয়ানভ এক যৌথ প্রেস ব্রিফিংয়েও ওই সহযোগিতার বিরোধিতা করেন। রুশ প্রতিনিধি বলেন, এ সহযোগিতা আঞ্চলিক উত্তেজনা ও অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি বাড়াবে। বিষয়টা খুবই উদ্বেগজনক। পারমাণবিক শক্তিচালিত মার্কিন সাবমেরিনে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করা হয়। এ খাতে সহযোগিতার অর্থ এই সমৃদ্ধ ইউরেনিয়াম অস্ট্রেলিয়ার হাতে পৌঁছানো। এটা হবে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

প্রেস ব্রিফিংয়ে চীনা প্রতিনিধি বলেন, এ সহযোগিতার ফলে  যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের কাছ থেকে অস্ট্রেলিয়া পারমাণবিক অস্ত্রের গুরুত্বপূর্ণ উপাদান পাবে, যা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির চেতনার পরিপন্থি। তাই, চীন এ সহযোগিতার তীব্র বিরোধিতা করে।  (ইয়াং/আলিম/ছাই)

 

পারমাণবিক সাবমেরিন নিয়ে ত্রিদেশীয় সহযোগিতা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি: চীন ও রাশিয়া_fororder_1127-6