চীন-রুশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বড় দেশের দায়িত্ব পালনের আহ্বান ওয়াং ই’র
2021-11-27 16:33:29

চীন-রুশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বড় দেশের দায়িত্ব পালনের আহ্বান ওয়াং ই’র_fororder_1127-2

চীন-রুশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বড় দেশের দায়িত্ব পালনের আহ্বান ওয়াং ই’র_fororder_1127-1

নভেম্বর ২৭: চীন, রাশিয়া ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের অষ্টাদশ বৈঠক সম্প্রতি অনলাইনে অনুষ্ঠিত হয়। চীনা পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় কাউন্সিলার ওয়াং ই অংশগ্রহণকারী পক্ষগুলোকে বড় দেশের দায়িত্ব পালনের আহ্বান জানান।

ওয়াং ই বলেন, প্রকৃত বহুপক্ষবাদ অনুসরণ করা উচিত। তিনটি দেশের মধ্যে শান্তি, উন্নয়ন, সহযোগিতা ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে প্রকৃত সহযোগিতা থাকা উচিত। পাশাপাশি, পরস্পরের অধিকার ও উন্নয়ন-পথকেও সম্মান করতে হবে।

তিনি বলেন, চীন, রাশিয়া ও ভারত নিজ নিজ উন্নয়নের পথ খুঁজে পেয়েছে। তিনটি দেশের উচিত বিশ্বে সঠিক ‘গণতান্ত্রিক বোধ’ জাগ্রত করতে চেষ্টা করা। যুক্তরাষ্ট্র নিজের বিতর্কিত মানদণ্ড অনুযায়ী ‘বিশ্ব গণতন্ত্র শীর্ষ সম্মেলন’ আয়োজন করে বিশ্বকে বিভক্ত করার চেষ্টা করছে, যা বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

 

ওয়াং ই আরও বলেন, মহামারী প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে হবে; মহামারী-উত্তর বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধার করতে হবে; এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যে বিদ্যমান সমস্যা সমাধান করতে হবে।

বৈঠকে রাশিয়া ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদ্বয় বলেন, তিনটি দেশের উচিত পারস্পরিক সহযোগিতা জোরদার করা ও প্রকৃত বহুপক্ষবাদ অনুসরণ করা। বৈঠকে তিন দেশ নিজেদের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর ব্যাপারেও একমত হয়েছে। (ইয়াং/আলিম/ছাই)