উত্তর কোরিয়া, ভিয়েতনাম, লাওস, ও কিউবার কাছে সিপিসি’র ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা তুলে ধরেছে চীন
2021-11-26 10:42:01

নভেম্বর ২৬: সম্প্রতি চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী সুং থাও উত্তর কোরিয়া, ভিয়েতনাম, লাওস, ও কিউবার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিদের কাছে সিপিসির ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা তুলে ধরেছেন।

 

সমাজতান্ত্রিক দেশগুলোর ক্ষমতাসীন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যরা অনলাইন বা অফলাইনে এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

 

সুং থাও বলেন, সিপিসি’র ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহুর্তে আয়োজিত হয়েছে এবং এর বিশেষ তাত্পর্য রয়েছে। তাতে সিপিসি’র শতবর্ষের অর্জিত সাফল্য এবং ঐতিহাসিক অভিজ্ঞতার আলোকে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।

 

তিনি বলেন, সিপিসি বিভিন্ন সমাজতান্ত্রিক দেশের পার্টির সাথে ঐতিহ্যবাহী মৈত্রী সম্প্রসারণ এবং পার্টি ও দেশ প্রশাসনের অভিজ্ঞতা বিনিময় করতে ইচ্ছুক, যাতে সমাজতান্ত্রিক দেশগুলোর কর্তব্যের উন্নয়ন বাস্তবায়ন করা যায় এবং মানব সভ্যতার অগ্রগতিতে বুদ্ধি ও পরামর্শ দেয়া যায়।

এ সময় বিভিন্ন দেশের প্রতিনিধিরা সিপিসি’র ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশনের সফল আয়োজনে চীনকে অভিনন্দন জানিয়েছেন। অধিবেশনের সংশ্লিষ্ট তথ্য তুলে ধরায় চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

 

তাঁরা মনে করেন, সিপিসি’র শতবর্ষের প্রচেষ্টায় চীনে ধারাবাহিক সাফল্য অর্জিত হয়েছে। কমরেড সি চিন পিংকে কেন্দ্র করে কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে চীন আরো বেশি সাফল্য অর্জন করতে সক্ষম। সিপিসি’র সাথে তাদের নিজ নিজ পার্টি আদান-প্রদান ও প্রশাসনিক দক্ষতা-সংক্রান্ত মত বিনিময় করবে, যাতে নিজ নিজ দেশের সমাজতান্ত্রিক কর্তব্যে নতুন সাফল্য যোগ হয়।

 

(সুবর্ণা/এনাম/রুবি)