চীন-রাশিয়া বিজ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী বর্ষের সমাপনী অনুষ্ঠানে দু’নেতার অভিনন্দনবার্তা
2021-11-26 19:16:30

নভেম্বর ২৬: আজ (শুক্রবার) চীন-রাশিয়া বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী বর্ষের সমাপনী অনুষ্ঠানে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদ্বয়।

অভিনন্দনবার্তায় প্রেসিডেন্ট সি বলেন, ২০২০ সালের অগাস্ট মাসে চীন-রাশিয়া বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী বর্ষ শুরু হয়। তাতে তাঁরা অভিনন্দনবার্তা পাঠিয়েছিলেন। এক বছরেরও বেশি সময় ধরে, চীন ও রাশিয়া এক হাজারেরও বেশি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনী সহযোগিতা ও বিনিময়ের আয়োজন করেছে, মহামারী প্রতিরোধ, মহাকাশ গবেষণা, পারমাণবিক শক্তি ও ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে অনেক ফলপ্রসূ সহযোগিতা হয়েছে। চীন-রাশিয়ার যৌথ বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবন তহবিল গঠিত হয়েছে এবং কৌশলগত বড় প্রকল্পে সহযোগিতায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। অনুশীলন প্রমাণ করেছে যে- চীন ও রাশিয়ার বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবনী সহযোগিতার বড় সম্ভাবনা রয়েছে।

 

প্রেসিডেন্ট পুতিন বলেন, দু’দেশের এ সহযোগিতা নতুন যুগে দু’দেশের সার্বিক সহযোগিতা উন্নয়নে শক্তি যোগাবে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)