কার্লট জলবিদ্যুত্ কেন্দ্র: চীন-পাক অর্থনৈতিক করিডোরে সবুজ প্রত্যাশার প্রতিফলন
2021-11-26 10:42:50

নভেম্বর ২৬: গতকাল (বৃহস্পতিবার) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আসিম ইফতিখার আহমেদ জানিয়েছেন, সেদেশের কার্লট জলবিদ্যুত্ কেন্দ্রসহ বিভিন্ন প্রকল্প চীন-পাক অর্থনৈতিক করিডোরের সবুজ ও পরিচ্ছন্ন জ্বালানির প্রত্যাশা পূরণ করেছে।

কার্লট জলবিদ্যুত্ কেন্দ্র: চীন-পাক অর্থনৈতিক করিডোরে সবুজ প্রত্যাশার প্রতিফলন_fororder_pk1

এদিন পাক মুখপাত্র এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, সম্প্রতি কার্লট জলবিদ্যুত্ কেন্দ্রের জলাধারে পানি মজুত করা শুরু হয়েছে। কোভিড-১৯ মহামারীসহ বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও এই বিদ্যুত্ কেন্দ্রের বিরাট অগ্রগতি অতি তাত্পর্যপূর্ণ। এই কেন্দ্রসহ বিভিন্ন প্রকল্প চীন-পাক অর্থনৈতিক করিডোর কাঠামোতে সময়মতো সম্পন্ন হবে বলে আশাবাদী ইসলামাবাদ।

 

তিনি আরো বলেন, চীন-পাক অর্থনৈতিক করিডোরে সবুজ ও পরিচ্ছন্ন শক্তির বাস্তবায়নের প্রত্যাশা করে ইসলামাবাদ ও বেইজিং। কার্লট জলবিদ্যুত্ কেন্দ্র প্রকল্পটি পাকিস্তানে পরিচ্ছন্ন ও সস্তা টেকসই জ্বালানি সম্পদ সরবরাহ নিশ্চিত করবে।

 

চীন-পাক অর্থনৈতিক করিডোরের প্রথম জলবিদ্যুত্ কেন্দ্র হিসেবে এটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কার্লট এলাকায় নির্মিত হচ্ছে। প্রকল্পের মোট বরাদ্দ ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। প্রকল্প বাস্তবায়ন সম্পন্ন হলে বার্ষিক বিদ্যুত্ উত্পাদন হবে ঘন্টায় ৩.২ বিলিয়ন কিলোওয়াট। এর মাধ্যমে বার্ষিক কার্বন-ডাই-অক্সাইড নির্গমন পরিমাণ ৩৫ লাখ টন হ্রাস পাবে।

(সুবর্ণা/এনাম/রুবি)