এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলনে লি খ্য ছিয়াং
2021-11-26 11:03:01

নভেম্বর ২৬: গতকাল (বৃহস্পতিবার) চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বেইজিংয়ের মহাগণভবনে অনুষ্ঠিত ১৩তম এশিয়া-ইউরোপ শীর্ষসম্মেলনে অনলাইনে অংশ নিয়ে ভাষণ দিয়েছেন।

 

তিনি বলেন, এশিয়া-ইউরোপ সম্মেলন প্রতিষ্ঠার ২৫ বছরে বিভিন্ন পক্ষের রাজনৈতিক ও পারস্পরিক আস্থা উন্নত এবং বিনিময় ও সহযোগিতা গভীরতর হয়েছে। মহামারীর প্রভাব এখনো বিদ্যমান, তাই বিশ্ব অর্থনীতি সঠিকভাবে পুনরুদ্ধার হচ্ছে না। এমতাবস্থায় বহুপক্ষবাদকে জোরদার করে অভিন্ন বৃদ্ধি বেগবানে এবারের সম্মেলনের গভীর তাত্পর্য রয়েছে।

 

তিনি বলেন, বহুপক্ষবাদে অবিচল থাকা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষার সঠিক পথ। মহামারীর চ্যালেঞ্জ মোকাবিলায় টিকা ও ওষুধ গবেষণা ও উন্নয়নসহ বিভিন্ন সহযোগিতা জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক গণস্বাস্থ্য সহযোগিতা বেগবান করতে হবে।

 

তিনি জোর দিয়ে বলেন, দুর্যোগ ও চ্যালেঞ্জের সামনে এশীয় ও ইউরোপীয় দেশগুলো একে অপরকে সম্মান, সহযোগিতা ও পারস্পরিক কল্যাণের মনোভাব পোষণ করে হাতে হাত রেখে অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির শক্তিশালী ইঞ্জিন তৈরী করলে, নিশ্চয়ই এশিয়া ও ইউরোপ সহযোগিতার নতুন পরিস্থিতি সৃষ্টি হবে।

 

(প্রেমা/এনাম/রুবি)