চীন-কিরগিজস্তান-উজবেকিস্তান রেলপথ নির্মাণকাজ আঞ্চলিক পণ্য পরিবহনের শক্তি বাড়াবে
2021-11-26 18:51:43

চীন-কিরগিজস্তান-উজবেকিস্তান রেলপথ নির্মাণকাজ আঞ্চলিক পণ্য পরিবহনের শক্তি বাড়াবে_fororder_吉尔吉斯

নভেম্বর ২৬: কিরগিজ প্রধানমন্ত্রী  সদর জাপারোভ গতকাল (বৃহস্পতিবার) জানান যে, কিরগিজস্তান শাংহাই সহযোগিতা সংস্থার কাঠামোতে ধারাবাহিক অবকাঠামোগত সহযোগিতা প্রকল্পে সমর্থন দেবে।

তিনি শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর শীর্ষনেতাদের পরিষদের ২০তম সম্মেলনে একথা বলেছেন।

 

শাংহাই সহযোগিতা সংস্থার দেশগুলোর আঞ্চলিক পরিবহন, লজিস্টিক অবকাঠামোর উন্নতি এবং অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা বৃদ্ধি করা উচিত; যাতে নতুন আন্তর্জাতিক সড়ক ও রেল পরিবহন রুট তৈরি হয়। আঞ্চলিক ট্রানজিট পরিবহন ব্যবস্থার উন্নয়ন সংস্থার সদস্য দেশগুলোর মধ্যে পণ্য পরিবহন ও বাণিজ্যের পরিমাণ বৃদ্ধিতে সহায়ক হবে বলে তিনি মনে করেন।

জাপারোভ বলেন, চীন-কিরগিজস্তান-উজবেকিস্তান আন্তঃদেশীয় রেলপথ নির্মাণ করা আঞ্চলিক পণ্য পরিবহন ব্যবস্থার সম্ভাব্য শক্তি এবং মধ্য এশিয়ার ‘ল্যান্ডলকড দেশ’ ও শিপিং রুটের মধ্যে সংযোগ বেগবানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।

(লিলি/তৌহিদ/শুয়েই)