যুক্তরাষ্ট্র ভিত্তিহীন অভিযোগে চীনা শিল্পপ্রতিষ্ঠানের ক্ষতি করছে: বেইজিং
2021-11-26 15:16:54

নভেম্বর ২৬: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান গতকাল (বৃস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্র বারবার ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে চীনা শিল্প্রতিষ্ঠানসমূহের গুরুতর ক্ষয়ক্ষতি করে আসছে। 

সম্প্রতি যুক্তরাষ্ট্র চীনের ১২টি শিল্পপ্রতিষ্ঠানকে কালো তালিকা ভুক্ত করেছে। এর জবাবে চাও লি চিয়াং বলেন, যুক্তরাষ্ট্রের এমন ব্যবস্থার দৃঢ় বিরোধিতা করে চীন। যুক্তরাষ্ট্রকে দ্রুত তার ভুল সংশোধনের তাগিদ দেয় চীন । দৃঢ়ভাবে চীনা শিল্পপ্রতিষ্ঠানের বৈধ স্বার্থ রক্ষা করতে যুক্তরাষ্ট্রের ব্যবস্থার যথাযথ পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত বেইজিং। 
 
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এমন আচরণ আন্তর্জাতিক বাণিজ্যের শৃঙ্খলা ও মুক্ত বাণিজ্য নীতি ধ্বংস করেছে। সেসঙ্গে বৈশ্বিক শিল্প সরবরাহ চেইনকে মারাত্বক হুমকির মুখে ফেলেছে। যুক্তরাষ্ট্রের এমন আচরণ একেবারে উন্মাদনা। 

(আকাশ/এনাম/রুবি)