জাতিসংঘ অধিবেশনের চেয়ারম্যানের চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক
2021-11-26 15:15:20

নভেম্বর ২৬: গতকাল (শুক্রবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চ্যচিয়াং প্রদেশের আইনচিতে সফররত জাতিসংঘের ৭৬তম অধিবেশনের চেয়ারম্যান ও  মালদিভের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। 

বৈঠকে ওয়াং ই বলেন, জাতিসংঘের উচিত ন্যায্যতা এবং ন্যায়বিচার রক্ষা করা। বহুপক্ষবাদ বাস্তবায়নের প্ল্যাটফর্মে পরিণত হওয়া এবং বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলা করা। 

এসময় জাতিসংঘের ৭৬তম অধিবেশনের চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী চীনের জাতিসংঘে বৈধ আসন পুনরুদ্ধারের ৫০তম বার্ষিকীতে চীনকে অভিনন্দন জানিয়েছেন। 

তিনি জানান, এবারের অধিবেশনে চীনের সাথে সমন্বয় জোরদার করতে ইচ্ছুক জাতিসংঘ। একযোগে ন্যায্যতা এবং ন্যায়বিচার রক্ষা, বহুপক্ষবাদ বাস্তবায়ন, এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করবে দুই পক্ষ। আর তা জাতিসংঘের কর্তৃত্ব ও বিশ্বাসযোগ্যতা রক্ষা করবে বলেও উল্লেখ করেন তিনি। 
(আকাশ/এনাম/রুবি)