আসন্ন চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম হবে চীন ও আফ্রিকার বড় পরিবারের মহা সম্মেলন
2021-11-26 19:21:02

নভেম্বর ২৬: আজ (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন বলেন, আসন্ন ‘চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম’ হবে চীন ও আফ্রিকার বড় পরিবারের প্রতিবন্ধকতা কাটিয়ে সময়মতো অনুষ্ঠেয় একটি মহা সম্মেলন।

তিনি বলেন, ২০১৫ সালে জোহানেসবার্গ শীর্ষসম্মেলন, ২০১৮ সালে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলন এবং ২০২০ সালে চীন-আফ্রিকা মহামারী প্রতিরোধে বিশেষ শীর্ষসম্মেলনের পর প্রেসিডেন্ট সি চিন পিং আফ্রিকান নেতাদের সঙ্গে আবারও চীন-আফ্রিকার ভবিষ্যত উন্নয়নে দিকনির্দেশনা দেবেন। এটি চলতি বছর উন্নয়নশীল দেশগুলোর প্রতি চীনের গুরুত্বপূর্ণ কূটনৈতিক কার্যক্রম। উদ্বোধনী অনুষ্ঠানের পর ফোরামের ৫৪টি সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিরা পূর্ণাঙ্গ অধিবেশন আয়োজন করবেন এবং বেইজিং শীর্ষসম্মেলনের সাফল্য পর্যালোচনা করবেন।

উল্লেখ্য, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২৯ নভেম্বর বেইজিং থেকে ভিডিও সংযোগের মাধ্যমে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের অষ্টম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন ও ভাষণ দেবেন।

(লিলি/তৌহিদ/শুয়েই)