গণতন্ত্রের ব্যানারে গণতন্ত্রবিরোধী কাজ করার নিন্দা জানায় চীন: চীনা পররাষ্ট্রমন্ত্রী
2021-11-26 16:21:35

নভেম্বর ২৬: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (শুক্রবার) হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী সিজার্তো পিতারের সঙ্গে এক ভিডিও বৈঠকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘গণতন্ত্র সম্মেলনের’ বিষয়ে কঠোর মনোভাব দেখিয়েছেন।

ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্র মূলত গণতন্ত্রের ব্যানারে গণতন্ত্রবিরোধী কাজ করছে। দেশটির আচরণ অনেক দেশের সন্দেহ ও অসন্তোষ সৃষ্টি করেছে।

 

ওয়াং ই বলেন, গণতন্ত্রকে ‘বেসরকারিকরণ’, ‘লেবেলযুক্ত’ বা ‘রাজনীতিকরণ’ করা উচিত নয়। একটি দেশ গণতান্ত্রিক কি না, তা দেশটির জনগণের মূল্যায়ন করা উচিত। গণতন্ত্র বাস্তবায়ন হবে প্রতিটি দেশের নিজস্ব পরিস্থিতি ও জনগণের চাহিদা অনুযায়ী। গণতন্ত্র হল বিভিন্ন দেশের নিজস্ব বিষয়। এটি যুক্তরাষ্ট্রের কোনও রাজনৈতিক হাতিয়ার নয়।

সিজার্তো বলেন, হাঙ্গেরি ও চীনের ঐতিহ্যবাহী মৈত্রী আছে। চীনের সহযোগিতা হাঙ্গেরির জনগণের সমর্থন পেয়েছে। বহির্বিশ্বের কোনও বিষয় চীন-হাঙ্গেরি বন্ধুত্বের নীতিমালায় প্রভাব ফেলবে না এবং তা পরিবর্তন করবে না।

(লিলি/তৌহিদ/শুয়েই)