সত্যিকারের সিনচিয়াংকে জানলো বেলজিয়ামবাসী
2021-11-26 15:14:49

 
নভেম্বর ২৬: গতকাল (বৃহস্পতিবার) বেলজিয়ামে অবস্থিত চীনা দূতাবাস ও সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকারের যৌথ উদ্যোগে একটি অনলাইন আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 

বেলজিয়ামে চীনা রাষ্ট্রদুত ছাও চং মিং, বেলজিয়াম সরকারের কর্মকর্তা, বিশেষজ্ঞ, সাংবাদিক, বিদেশি কূটনীতিক, ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, এবং প্রবাসী চীনারা এতে অংশগ্রহণ করেন।  
               
চীনা রাষ্ট্রদূত বলেন, সিনচিয়াং একটি সুন্দর জায়গা। তবে পশ্চিমা তথ্যমাধ্যম সিনচিয়াং নিয়ে অনেক মিথ্যাচার প্রচার করে আসছে। এসবের বাস্তব কোনো ভিত্তি নেই। সিনচিয়াং ইস্যুটি কখনো জাতি, ধর্ম ও মানবাধিকারের সাথে সম্পৃক্ত নয়, বরং এটি সন্ত্রাস ও চরমপন্থা দমন, ও বিচ্ছিন্নতাবাদ নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত। 

তিনি বলেন, আন্তর্জাতিক সমাজে যারা সিনচিয়াং সম্পর্কে মিথ্যাচার সৃষ্টি ও প্রচার করছে, তারা আসলে কখনো সিনচিয়াংয়ের জনগণের অধিকার ও স্বার্থ বিবেচনা করেনি, বরং তারা সিনচিয়াংকে একটি রাজনৈতিক টুল হিসেবে কাজে লাগিয়ে আসছে। 

“আশা করি, সবাই আজকের এই সভার মাধ্যমে সত্যিকারের সিনচিয়াংয়ের সংবাদ ও তথ্য জানতে পারবেন। ভবিষ্যতে মহামারী নিয়ন্ত্রণে আসলে আপনারাও সিনচিয়াং বেড়াতে যাবেন,” যোগ করেন তিনি।  

সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সিপিসির স্ট্যান্ডিং কমিটির এক সদস্য সভায় সিনচিয়াংয়ের আর্থ-সামাজিক উন্নয়ন পরিস্থিতি ও জনগণের জীবন-যাত্রার মান তুলে ধরেন। 

তিনি জানান, বতর্মানে সিনচিয়াংয়ের সামাজিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে চলছে, এবং দারিদ্র্যবিমোচনে সার্বিক জয় নিশ্চিত হয়েছে। জনগণের জীবনমান অনেক উন্নত হয়েছে, জাতিগত ঐক্য আরো মজবুত হয়েছে, এবং বিভিন্ন জাতির জনগণের সুখ ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে। 

(আকাশ/এনাম/রুবি)