‘নতুন যুগে চীন-আফ্রিকা সহযোগিতা’ শীর্ষক শ্বেতপত্র প্রকাশিত
2021-11-26 18:26:51

‘নতুন যুগে চীন-আফ্রিকা সহযোগিতা’ শীর্ষক শ্বেতপত্র প্রকাশিত_fororder_zhongfei

নভেম্বর ২৬: চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় আজ (শুক্রবার) ‘নতুন যুগের চীন-আফ্রিকা সহযোগিতা’ শীর্ষক শ্বেতপত্র প্রকাশ করেছে।

শ্বেতপত্রে মোট ২১ হাজার অক্ষর আছে। এর চারটি অংশ রয়েছে। আরও ঘনিষ্ঠ চীন-আফ্রিকা অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তোলা, নতুন যুগে চীন-আফ্রিকা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করা, দৃঢ়ভাবে পরস্পরকে সমর্থন দেওয়া এবং চীন-আফ্রিকা সম্পর্কের নতুন অবস্থা উন্মোচন করা উচিত।

শ্বেতপত্রে বলা হয়, চীন বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ। আফ্রিকা অঞ্চলে উন্নয়নশীল দেশ সবচেয়ে বেশি। অভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণে চীন ও আফ্রিকা ঘনিষ্ঠভাবে জড়িত।

 

শ্বেতপত্রে বলা হয়, নতুন যুগে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর উত্থাপিত আফ্রিকার নীতি নতুন যুগে আফ্রিকার সঙ্গে সহযোগিতার দিক-নির্দেশনা দিয়েছে। চীন ও আফ্রিকা পরস্পরকে বিশ্বাস করে, চীন দু’পক্ষের রাজনৈতিক আস্থা বৃদ্ধি, বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা সম্প্রসারণ করা এবং আফ্রিকার শান্তিপূর্ণ উন্নয়নে সাহায্য দিতে আগ্রহী।

 

শ্বেতপত্রে আরও বলা হয়, বর্তমানে চীন ও আফ্রিকার উচিত অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করা, নতুন যুগে চীন-আফ্রিকা অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তোলা। দু’পক্ষ অব্যাহতভাবে ঐতিহ্যবাহী মৈত্রী জোরদার করবে, দৃঢ়ভাবে অভিন্ন স্বার্থ রক্ষা করবে, ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ এগিয়ে নেবে এবং যৌথভাবে চীন-আফ্রিকা সহযোগিতার উজ্জ্বল ভবিষ্যত্ সৃষ্টি করবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)