স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশসহ তিনটি দেশকে বাদ দেওয়া হবে
2021-11-25 16:19:46

স্বল্পোন্নত দেশের তালিকা বাংলাদেশসহ তিনটি দেশকে বাদ দেওয়া হবে_fororder_孟加拉

নভেম্বর ২৫: গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ সাধারণ পরিষদে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ, লাওস ও নেপালকে বাদ দেওয়ার প্রস্তাব পাস করা হয়েছে।

প্রস্তাবে বলা হয় যে, জাতিসংঘের উন্নয়ন নীতি কমিটির প্রস্তাব অনুসারে, নভেল করোনাভাইরাস মহামারীর নেতিবাচক প্রভাব বিবেচনায় রেখে এ তিনটি দেশকে পাঁচ বছরের একটি প্রস্তুতিমূলক সময় দেওয়া হয়েছিল। 

 

প্রস্তাবে জোর দিয়ে বলা হয়, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে নাম বাদ দেওয়া এসব দেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। প্রস্তাবে আরও বলা হয় যে, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাদ দেওয়া দেশের উন্নয়ন পরিকল্পনা, কর্মসূচি ও প্রকল্পগুলো বন্ধ করা উচিত নয়।

বাংলাদেশ, লাওস ও নেপালসহ বর্তমানে বিশ্বের ৪৬টি স্বল্পোন্নত দেশের মধ্যে বেশিরভাগই আফ্রিকার দেশ।

জাতিসংঘের উন্নয়ন নীতি কমিটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের অধীনস্থ এবং এই কমিটি কাউন্সিলকে নীতিগত সুপারিশ করে থাকে। প্রতি তিন বছর অন্তর স্বল্পোন্নত দেশের তালিকা পর্যালোচনা করা হয়। (লিলি/তৌহিদ/শুয়েই)